Home ছড়া-কবিতা ঈদ আসে -ইসলাম তরিক ঈদ আসে -ইসলাম তরিক May, 2022 ঈদ আসে চাঁদ হাসে অই দেখো আকাশে; ঈদ ঘ্রাণে সুখ প্রাণে তাই যেন বাঁকা সে। ঈদ আসে দুখ নাশে খুশিতে ছুটি রে; ঈদ খুশি তাই পুষি মনের অই কুঠিরে। ঈদ আসে মন চাষে সমতার গীতিতে; ঈদ আসে সুখ ভাসে ত্যাগীদের প্রীতিতে।