রোজার শেষে পশ্চিমাকাশে
উঠবে ঈদের চাঁদ
আনন্দে তাই মাতোয়ারা
কেউ যাবে না বাদ।
এবার কিন্তু ঈদের চাঁদে
মনটা খোকার ভারী
আনন্দ নেই করোনাতে
লাগছে মহামারি।
দাদুর বাড়ি নানুর বাড়ি
ইচ্ছে ছিল যাবো
মজা করে কত কিছু
আনন্দেতে খাবো।
বলছে খোকা বিরাগ হয়ে
পণ করেছি মনে
থাকবো ঘরে খুব নিরাপদ
বাবা মায়ের সনে।