হৈ হৈ হল্লা চাঁদ উঠে দল পাকে ঝাঁকে,
মেঠো বাঁকে কিলবিল পোলাপান হাঁকে।
টোকাদের ঠোঁটে ফোটে জাফরানি ফুল,
ঈদ ঘোরে দোরে দোরে সোনালি বকুল।
রঙ চটে গলি মোড়ে এলেমেন সফি,
মুখ রাঙে ললিপপে জুনাইন মফি।
পথশিশু ঝাল খায় ডাস্টবিন থাল,
খুনতির ছ্যাঁকা পায় রূমালির গাল!
শহরের বাড়ি সাজে তারা শুনশান,
সিলকির বাজি ফোটে পাড়া টানটান।
ভুরভুর সারা গাঁও খুশি কলরব,
দিলখুলে ডাকে বারি দিশেহারা জব।
ঈদগাহে জমায়েত সেজদায় নত,
হাত তোলে মোনাজাতে ক্ষমা চায় শত।