Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারো একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া

মে ২০২২ সংখ্যার ছড়া
“কোন্ মিনার থেকে ভেসে আসে
বেলালের আজানের সুর?
আমাদের পৌঁছুতে হবেই সেখানে
হোক না সে পথ বহুদূর!”

ফেব্রুয়ারি ২০২২ সংখ্যার ছড়া
“আপন আয়নায়
নিজেকে দেখো,
নিজেকে নিজেই
পড়তে শেখো।”

কৃত্রিম আয়নাতে
বাহ্যিক রং,
মুছে মুছেও রয়েছে
হৃদয়ের জং।

স্বকীয়তা দাও মনে
আলোকের নূর,
হৃদয়ের কালো জং
হয়ে যাক দূর।

মো: ইয়াছিন আরাফাত
শিক্ষার্থী, খালিশা চাপানী ফাজিল (ডিগ্রি) মাদরাসা, ডিমলা, নীলফামারী

আরো যাদের লেখা
ভালো হয়েছে-

আরো যাদের লেখা ভালো হয়েছে-
কামরুল ইসলাম খান, দুমকি, পটুয়াখালী; আরিফুল ইসলাম, ফুলতলা, খুলনা; মুহিউদ্দীন আহমাদ মাসুম, ইপিজেড রোড, কুমিল্লা; মাঈন উদ্দীন হাসান রিয়াদ, লোহাগাড়া, চট্টগ্রাম; ফেরদৌস জামান, তেঁতুলিয়া, পঞ্চগড়; আরিফুর রহমান আদিব, নরসিংদী সদর, নরসিংদী; জোবাইদুল ইসলাম, মিরসরাই, চট্টগ্রাম; আশিকুর রহমান, জুড়ী, মৌলভীবাজার; খাদিজাতুল কোবরা উমামা, এনায়েতপুর, সিরাজগঞ্জ; ইসলামুল হক তুষার, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম; মোরশেদা আক্তার, সদর, নোয়াখালী; আল আমিন হোসেন, উলিপুর, কুড়িগ্রাম, তানিয়া আক্তার, চৌদ্দগ্রাম, কুমিল্লা; আহাম্মদ ইয়াছিন আরাফাত, মনপুরা, ভোলা।

SHARE

Leave a Reply