Home ছড়া-কবিতা ঈদের খুশি বিশ্বময় -তমসুর হোসেন

ঈদের খুশি বিশ্বময় -তমসুর হোসেন

সবাই কতো বায়না ধরে জামা জুতা পাঞ্জাবির
নেই দাবি কোনো কিছুর রুহান আলম মুস্তাকির।
তার শুধু একটা বুলি ওসব কিনে করবে কী?
ঈদের খুশির পরশ লেগে দুখীদের মন ভরবে কি?

বিলুর বাবা রিক্সা টেনে পান্তা আনতে ফুরোয় নুন
সুমন কাকুর বুকের ব্যথা বেড়ে গেছে কয়েক গুণ।
স্বপ্না চাচির জীর্ণ শরীর মাথা ঘুরে পড়ে যায়
ফটিকেরা ছয় ভাইবোন পেট পুরে খেতে না পায়।

মায়ের কাছে টাকা নিয়ে রুহান বিলায় নিজ হাতে
ঈদের নামাজ পড়তে যায় সবাই মিলে এক সাথে।
দুখীর মুখে হাসি দেখে রুহান বড়ো তৃপ্ত হয়
কারো একার ঈদ তো নয় ঈদের খুশি বিশ^ময়।

দেওয়ার মাঝে যে সুখ আছে ভোগের মধ্যে তাতো নেই
ঈদের খুশি বিলায় যারা বদলা পাবে বেহেস্তেই
দয়ার নবী নূর মোস্তফা ছিলেন মাতৃ-পিতৃহীন
সেই নবীর নূরের ছবি ছড়িয়ে পড়–ক ঈদের দিন।

SHARE

Leave a Reply