ঈদ এলো ঈদ এলো খুশি খুশি ঈদ
ঈদ এলে আনন্দে ভেঙে যায় নিদ।
সকলের দিল খুশি আরও খুশি মন
চারিদিকে মহা সুখ ঈদ আয়োজন।
হাসি হাসি মুখ জ্বলে চোখ জ্বলে আর
সকলের বুকে বুকে সুখ সম্ভার!
সকলের চোখে থাকে স্বপ্নের চিক
ঈদ খুশি ঝলমল করে চারিদিক।
নতুন নতুন জামা সকলের গায়ে
ঈদগাহে বড়ো ছোটো যায় পায়ে পায়ে।
মিলেমিশে পথ চলে একাকার প্রাণ
এই এই উৎসব আল্লার দান।
ধ্বনি আর গরিবের এক মাঠে ঈদ
আজ ঈদ আজ কারো নেই নেই জিদ!
আজ শুধু কোলাকুলি আজ শুধু মিল
আজ ঈদ চারিদিকে খুশি ঝিলমিল!
সব ব্যথা বেদনাও ভুলে যাওয়া চাই
হাতে হাত ধরে এসো একসাথে যাই।
ঈদ এসে গেছে আজ ভুলে যাও দুখ
মুছে যাক মানুষের সকল অসুখ।
যার নেই তাকে দাও তাকে নাও কাছে
দেখো কারা বেদনায় চুপচাপ আছে।
কার মুখ গম্ভীর কার নেই হাসি
তার মুখে হাসি দাও বলো ভালোবাসি।
অসহায় এতিমের শিরে রাখো হাত
নিঃস্ব যে তার সাথে করো মোলাকাত।
তাকে দাও সান্ত¡না তাকে আশা দাও
যার কিছু নেই তুমি তার কাছে যাও।
ছেঁড়া জামা জুতা পরা আছে যত জন
জীর্ণ শীর্ণ দেহ ব্যথা ভরা মন।
আশাহীন চোখগুলো নিরাশার ঘেরে
জীবনের কাছে যায় বারবার হেরে।
সেই সব মানুষের পাশে তুমি থাকো
সত্যের দিকে সব মানুষেরে ডাকো।
মুমিনেরা ভাই ভাই যেনো এক দেহ
সু-ধারণা রাখো দূর করে সন্দেহ।
গিবত আর নোংরামি সব করো শেষ
মেনে নাও সুমহান রবের আদেশ।
তাঁর কাছে বড়ো হলো তাকওয়ার গুণ
চোখের অশ্রু দিয়ে নেভাও আগুন।
তোষামোদ খোশামোদ ছেড়ে দাও সব
সততার সুন্দরে করো উৎসব।
উত্তম আচরণে মন করো জয়
কল্যাণকামী হও থাকবে না ভয়!
দোজখ হারাম হোক মুমিনের তরে
সত্যের সৈনিক হোক ঘরে ঘরে।
জান্নাত খুলে দিক সব কটি দ্বার
সন্তোষ চাও শুধু শুধু আল্লার।