ঈদের ছড়া
ছড়িয়ে দিলাম
ঈদের বড়া
গড়িয়ে দিলাম
তেপান্তরে,
ঈদের খুশি
মাখিয়ে দিলাম
আমের কুশি
কুড়িয়ে নিলাম
মনান্তরে।
ঈদটা এবার
জড়িয়ে নিলাম
নতুন জামার
সুগন্ধে,
ঈদটা এবার
বিলিয়ে দেবার
এ বন্ধে-
হোক মোলাকাত
সুখ-সোহবত,
দেশ জুড়ে,
ঈদটা এবার
দিক না সবার
প্রাণ জুড়ে।