Home ছড়া-কবিতা তাঁর হাত -আবদুল হালীম খাঁ তাঁর হাত -আবদুল হালীম খাঁ May, 2022 প্রতিটি দিন ভালো চমৎকার স্রষ্টার এক অপূর্ব উপহার। এক কণা বালি এক খণ্ড ঘাস তাঁর অনন্ত মহিমার আভাস। এই জীবন মৃত্যু-এই দিন রাত সব খানেই দেখছি তাঁর হাত।