Home ছড়া-কবিতা শিউলি বন -সাজজাদ হোসাইন খান

শিউলি বন -সাজজাদ হোসাইন খান

ঈদের খুশি বাসি এখন ঝাপসা চোখের আলো
চাঁদের ঘরে তুমুল তুফান জোছনা কালো কালো।
আনন্দরা ঝিমায় পথে তশতরী তাই খালি
ফিরনি-পায়েস অন্ধকারে ঈদ কী চোখের বালি!

আর ওড়ে না ঈদের পাখা, গন্ধরাজের ফুল
ঝড়ঝাপটায় ভাঙছে শুধু ভাবনা নদীর কূল।
জুলমবাজের হালুম হুলুম ঈদ ঘরে দেয় নাড়া
নাই হাঁড়িতে কোরমা পোলাও ভয়ে গানের পাড়া।

গানের পাড়ায় বাজুক ঘুংঘুর হটাও জুলুমবাজ
আন্ধা আঁখির বান্ধা মণি কীসের কারুকাজ?
ছিঁড়তে হবে রেশমি জাজিম ঝঞ্ঝা সর্বনাশী
হাঁটবে তখন ঈদের ভাঁজে শিউলি বনের হাসি।

SHARE

Leave a Reply