Home ছড়া-কবিতা চাঁদ উঠেছে ফুল ফুটেছে -আল মুজাহিদী চাঁদ উঠেছে ফুল ফুটেছে -আল মুজাহিদী May, 2022 চাঁদ উঠেছে ফুল ফুটেছে টিপ্ টিপ্ টিপ্ সমুদ্দুরে উঠলো ভেসে একটি নিঝুম দ্বীপ। আয়রে খুকু আয় চাঁদটি ভেসে যায় চাঁদের কনে হীরে ঘুমোয় সাগর তীরে। নিঝুম দ্বীপে আয়না চাঁদটি দেবো বায়না।