কিশোর, তুমি বড়ো হয়ে কী হবে?
হতে পারি, নাইবা পারি, বলতে পারি তবে।
আমি যদি হতে পারি নামকরা টিচার-
আমায় দেখে বলবে লোকে ‘গুড মর্নিং স্যার’।
যদি আমি হতে পারি নামিদামি ডক্টর-
আর্তজনে সেবাদান, আর কিছু নয় ‘ফ্যাক্টর’।
আমি যদি হতে পারি কম্পিউটার-ইঞ্জিনিয়ার-
বাহ্বা দেবে জানি সবে ‘নিয়ার অ্যান্ড ডিয়ার’।
যদি আমি হতে পারি নামজাদা ব্যারিস্টার-
হাত বাড়িয়ে বলবে সবাই ‘হাউ আর ইউ মিস্টার’।
আমি যদি হতে পারি নামকরা পাইলট-
নীল আকাশ দেবো পাড়ি ‘ডট কম ডট’।
আমি যদি হতে পারি আর্মি অফিসার-
লড়ে যাবো দেশ-জাতি স্বাধীনতা রক্ষার।