আজকে এলো খুশির দিন,
দেখনা চেয়ে খুশির চিন
দেখনা চেয়ে আজ রঙিন
খুশির ঝলক ঈদগাহে।
সেই খুশিতে চলছি ভাই
নাইতো কিছু দুঃখ নাই,
চলছি যারা জামাত পাই
খোদার দেওয়া এক রাহে।
… … … … … …
… … … … … …
জামাত ছেড়ে থাকবে যে
ঘরের কোণে থাকবে সে
রইবে হয়ে এক পেশে;
একলা থাকায় দুঃখ ভাই।
সবাই মিলে এক দলে
এক আশাতে যাই চলে
এক আশাতে যাই বলে
ঈদগা হবে দুনিয়াটাই।
(অংশবিশেষ)