সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তির পুরস্কার প্রদান
দেশের সর্বাধিক প্রচারিত শিশু কিশোর মাসিক পত্রিকা, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২১ এর পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর উপদেষ্টা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর প্রাক্তন সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল হাশেম চৌধুরীর সভাপতিত্বে, পাঠক ফোরাম সিলেট মহানগরীর সহকারী পরিচালক, রেদোয়ানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলোজি এন্ড ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক মো. এনামুল হক। উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের কনসালটেন্ট, ডাঃ মারুফ শাহরিয়ার, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান, আবদুল্লাহ আল-ফারুক, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর পরিচালক মিনহাজুল আবেদীন। এবার কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে দুই হাজার চারশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ২৪০ জনকে বৃত্তি দেওয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৫২ জন, সাধারণ গ্রেডে ৯১ জন এবং বিশেষ গ্রেডে ৯৭ জন।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নোবিপ্রবি আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নোয়াখালী শহরের মাইজদীস্থ একটি মিলনায়তনে নোবিপ্রবি কিশোরকণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান আবু সাইদ সৈকত-এর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মিয়াজির সঞ্চালনায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদ বিল্লাহ আলমগীর স্যার এবং সাবেক নোয়াখালী জেলা দক্ষিণ কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সম্মানিত চেয়ারম্যান ডা. মিরাজুল ইসলাম। প্রোগ্রামে স্বাগত বক্তব্যে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নোবিপ্রবির চেয়ারম্যান বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে শিক্ষাবিমুখ ছাত্রসমাজকে পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।