Home তোমাদের কবিতা খান জাহানের শহর -মোল্লা আল আমিন

খান জাহানের শহর -মোল্লা আল আমিন

দাঁড়টানা ঐ নদীর ওপাড় সূর্য ওঠে লাল
মিষ্টি আলো দেয় ছড়িয়ে শান্ত এক সকাল।
সূর্য বাড়ার সাথে সাথে ব্যস্ত চারিধার
ব্যস্ত হয়ে ওঠে আবার দরগা দীঘির পাড়।

চিংড়ি মাছের আড়ত বসে ব্যস্ত ভীষণ কাজ
কর্মজীবী মানুষ বেশি খাটে সকাল সাঁঝ।
কোদলা মঠের ভক্ত বাণী দেয় নামিয়ে রাত
চতুর্দিকে পরশ ফেলে অন্ধকারের হাত।

ব্যস্ত মানুষ ঘুমের ঘোরে নীরব করে ঘর
খান জাহানের শহর তখন ঘুমন্ত নিথর।
ঘোড়াদিঘী নয়তো ঘোড়া নাইছে পরীর দল
দিঘীর বুকে পরীর সাথে চাঁদ করে ঝলমল।

গভীর রাতে শিয়াল ডাকে ধূর্ত নিশাচর
খোঁপের পাখি চুপসে গিয়ে কাঁপে থরো থর।
ষাট গম্বুজের মিষ্টি বাণী ভাঙায় সবার ঘুম
ভৈরবের সেই সূর্য তখন দেয় আদুরে চুম।

SHARE

Leave a Reply