রমাদান মুমিনের নাজাতের মাস,
নয় শুধু মিছেমিছি থাকা উপবাস।
রমাদান আলোকের সেরা উপহার
যত পারো করে নাও আমলের চাষ।
রমাদান সুদিনের করা আয়োজন
আল্লার রাহে রাখো দৃঢ় এই মন।
রমাদান পেয়ে যারা হলো রোজাদার
তারা যেন করে নেয় পাপের বিনাশ।
রমাদানে খোলা হয় রহমের দ্বার
ইবাদাতে মশগুল থাকে রোজাদার।
রমাদান মুমিনের আজাদের ঢাল,
আলোকিত করে দেয় ইহ-পরকাল।
রমাদান বারাকায় থাকে ভরপুর
মুমিন হৃদয়ে বাজে কুরানের সুর।
রোজাদার পেয়ে যাবে সেই বারাকার
রাইয়্যান দ্বার দিয়ে জান্নাতে বাস।