আম রূপালির ডালে ডালে
কে জানি কি ফন্দি চালে
শুকনো নদীর চর,
গন্ধে ভরা রাতের বেলা
দস্যি দলের দুষ্ট খেলা
সাজবে কনে-বর।
গ্রীষ্মকালের ভরদুপুরে
গাঁয়ের ছেলে নায় পুকুরে
ভাসে ভাসায় ভেলা,
গাছের ছায়ায় বসে রাখাল
বাঁশি বাজায় সকাল-বিকাল
ফেরে সন্ধ্যাবেলা।
বৈশাখের ঐ ঝড়ো হাওয়া
নাইকো কভু কোনো চাওয়া
আম কুড়াতে যাবে?
কাঠফাটা রোদের তাড়া
মাঠে কাজ করে যারা
নতুন ফসল পাবে।