Home ছড়া-কবিতা নব রূপে -লায়লা ফাতেমা সুমী

নব রূপে -লায়লা ফাতেমা সুমী

ঝড়ো হাওয়ার মাতম তুলে
বৈশাখ হলো শুরু,
ভয়ে সবার বুকের মাঝে
কাঁপছে দুরু দুরু।

পাগল করা আম্র মুকুর
বিলিয়ে তার ঘ্রাণ,
বারে বারে দৃষ্টি কাড়ে
মুগ্ধ করে প্রাণ।

জীর্ণতাকে মুছে ফেলে
নতুন দিন দেয় ডাক,
আয়রে সবাই কোথায় তোরা
বৈশাখী দেয় হাঁক।

আজকে সবাই মহা খুশি
মন করে আনচান,
বটের ছায়ায় বসে বাউল
ধরলো প্রাণের গান।

কণ্ঠে সবার বেজে ওঠে
একই বাঁশির সুর,
বাঁশির টানে ছুটছে সবে
দূর থেকে সুদূর।

পুরনো সব দুঃখগুলো
সবাই ভুলে যাক,
নব রূপে বৈশাখের স্বাদ
বাঙালিরা পাক।

হাসি গানে মুখর হয়ে
বর্ষ করো বরণ,
প্রভুর নামটি হৃদয় মাঝে
সদা রেখো স্মরণ।

চৈত্র গেল বৈশাখ এলো
বছর হলো শেষ,
নতুন বছর ভালো কাটুক
শুভাশিস অশেষ।

SHARE

Leave a Reply