এলো রহমত মাগফিরাত নাজাতের মাস
এ মাসে কুরআনের আছে ইতিহাস।
মাফ করে নাও গুনাহর বোঝা,
তাকওয়াবান বানায় রোজা।
এই মাসে ঘরে ঘরে কুরআনের সুর
তাজা হয় মুমিনের দীপ্ত ঈমান,
অশ্লীল নোংরামি পালায় সুদূর
সুশোভিত হয় সুনীল আকাশ।
সাহরি তারাবি ইফতার যত
জান্নাতি পরিবেশ দিকে দিকে
অনিন্দ্য উৎসবে অবিরত,
রকমারি খাবারের সুঘ্রাণ-সুবাস।
মিনারে মিনারে বাজে কুরআনের গীত
আহরণ করে মোমিন যত
ঈমান দীপ্ত তৌহিদি সঙ্গীত,
কুরআন হাদিসের নির্যাস।