Home ছড়া-কবিতা নতুন দিনের খুশির জোয়ার -শরীফ আবদুল গোফরান

নতুন দিনের খুশির জোয়ার -শরীফ আবদুল গোফরান

বোশেখ মাসে আমের থোকা
দোল খেয়ে যায় দোল
নতুন দিনের খুশির জোয়ার
এবার তোরা তোল।

আকাশপাড়ে উড়ছে দেখো
লাল কাগজের ঘুড়ি
নীল-সাদা-লাল মেঘের ফাঁকে
খেলছে লুকোচুরি।

দমকা হাওয়া বয় দুপুরে
রাখাল মাঠে হাঁপায়
ছাগলছানা গরুর বাছুর
ঠাণ্ডা হাওয়ায় কাঁপায়।

বটের মূলে নদীর কূলে
বসে শখের মেলা
দিনভরা ঐ আকাশপাড়ে
ভাসে মেঘের ভেলা।

বোশেখ মাসে ঝড় বয়ে যায়
কাঁপে টিনের চাল
ঝড়ের শেষে আম কুড়াবো
পণ করেছি কাল।

SHARE

Leave a Reply