Home নিয়মিত খোলা-ডাক খোলা ডাক

খোলা ডাক

বইয়ের প্রতি ভালোবাসা
কিশোরকণ্ঠ নামটা যেমন মধুর তেমনি তার গল্প-কবিতাও মধুর। মনে হয় গল্পে মধু লেগে আছে। যত পড়ি ততই ভালো লাগে। মধু যেমন বারবার খেতে ইচ্ছা করে, তেমনি গল্প কবিতাও বারবার পড়তে ইচ্ছে করে। কিশোরকণ্ঠের প্রতি এক গভীর ভালোবাসা জন্মে গেছে মনের মধ্যে। মনের মধ্যে জায়গা করে নিয়েছে এই বইটি। বইয়ের প্রতি প্রতিটি মানুষের ভালোবাসা থাকা দরকার। আমি কিশোরকণ্ঠের এক নিয়মিত পাঠক। কিশোরকণ্ঠের প্রতি ভালোবাসা আমার দ্বিতীয় শ্রেণি থেকে শুরু। আমি তখন থেকে কিশোরকণ্ঠ পড়ি।
আব্দুল্লাহ আল মাশরুফ
মাতুয়াইল ডেমরা ঢাকা

রংবেরঙের জ্ঞান
শত রংবেরঙের জ্ঞানে ভরপুর কিশোরকণ্ঠ। রংবেরঙের জ্ঞানের রং নিয়ে মাসের মধ্যখানে হাজির হয় আমাদের মাঝে। পাঠকদের মন ছুঁয়ে দেয়। কিশোরকণ্ঠের প্রথম পৃষ্ঠা যখন খুলে পড়ি তখন মনে হয় রংবেরঙের জ্ঞানের দেশে ঢুকে পড়েছি। খেলা করছি রংবেরঙের জ্ঞানের সাথে। খেলার সাথে রংবেরঙের জ্ঞানগুলো সংরক্ষিত করি আমার জ্ঞান ভান্ডারে। এই রংবেরঙের জ্ঞানগুলো আমার ভান্ডারকে রংবেরঙের আলোর উজ্জ্বল প্রতীক করে তুলেছে। আর প্রভাব ফেলেছে আমার জীবনে। তাই কিশোরকণ্ঠকে অনেক ধন্যবাদ।
ইসমাঈল সাজিদ নিশান
বাকলিয়া থানা, চট্টগ্রাম

 

SHARE

Leave a Reply