Home তোমাদের কবিতা প্রার্থনা -সুমন আলী

প্রার্থনা -সুমন আলী

এই যে আঁধার রাতের মালিক
মহান খালিক রব্বানা,
আমার পাপের ফিরিস্তি তো
মাবুদ তোমার সব জানা!
ভুল ছাড়া না কদম ফেলি
পাপ ছাড়া না দৃষ্টি যে,
গুনাহর কালি দাও ধুয়ে দাও
তোমার রহম বৃষ্টিতে।
কুদরতি হাত দাও বুলিয়ে
আমার মাথায় সবসময়,
সঠিক পথের দাও দিশা, আর-
অন্তরে দাও পাপের ভয়!
মুত্তাকিদের সঙ্গী করে
আমাকে নাও জান্নাতে,
মনের নেফাক দূর করো রব
তাহাজ্জুদের কান্নাতে!
ওই আকাশের তারার মত
আমায় করো আলোকময়,
মুস্তাকিমের পথে আমায়
চালাও প্রভু সবসময়।

SHARE

Leave a Reply