Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারো একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে। তাহলেই বেশি খুশি হবো।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই
পরিচালক ভাইয়া

মার্চ ২০২২ সংখ্যার ছড়া
“সকল জনই আপনজন
সকল প্রাণেই আছি
সবার প্রতি ভালোবাসা
ভালোবেসেই বাঁচি।”

জানুয়ারি ২০২২ সংখ্যার ছড়া
“ফের মিছিলে জাগবে সাড়া
জাগলে তুমি জাগবে দেশ,
শত মিছিল সামনে আছে
এক একুশে নয়তো শেষ।”

ভাষার মিছিল আশার মিছিল
জাগতে হবে এবার ঠিক,
প্রাণের মিছিল ঘ্রাণের মিছিল
আনতে হবে আলোর দিক।

মনের মিছিল বনের মিছিল
পাততে হবে আপন বুক,
বুলির মিছিল ধূলির মিছিল
দাও বিলিয়ে ভাষার সুখ।

জাহাঙ্গীর আলম
ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম

আরো যাদের লেখা
ভালো হয়েছে-

আল আমিন হোসেন, উলিপুর, কুড়িগ্রাম; তোফাজ্জেল হোসেন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ; মোরশেদা আক্তার, সদর, নোয়াখালী; ফারিহা ফেরদাউস, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; মোহাম্মদ ফারুক, কর্ণফুলী, চট্টগ্রাম; সামিহা নুযহাত, মধুপুর, টাঙ্গাইল; ইয়াছিন আরাফাত, ডিমলা, নীলফামারী; আ জ ম জিহান, লোহাগাড়া, চট্টগ্রাম; শুভনীল বড়ুয়া, বনশ্রী, ঢাকা; উছাবিন হসেন রবিন, বাঘা, রাজশাহী; নাঈমা ফেরদাউস, কোম্পানিগঞ্জ, নোয়াখালী; রুবাইয়াত সুলতানা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা; আরিফুর রহমান আদিব, ভেলানগর, নরসিংদী সদর; রিজওয়ান মুহাম্মাদ আবুজর, ধুনট, বগুড়া।

SHARE

Leave a Reply