Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

কিশোরকণ্ঠ পত্রিকাটি আমরা অনেক পরে পাই। তাই শব্দজব্দ ও বলতে পারো এর উত্তর পাঠাতে অনেক কষ্ট হয়। যদি মাসের প্রথম দিকে পাওয়া যায় তাহলে উপকৃত হবো।
– সেই চেষ্টা অব্যাহত আছে। দোয়া করো
নাঈম হোসেন
ভাংবাড়ীয়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা

বলতে পারো ও শব্দধাঁধার জন্য যে মাসে যে পুরস্কার দেওয়া হয় তা আমরা কার কাছ থেকে নেবো?
– সম্পূর্ণ নাম ঠিকানা দিলে পত্রিকা ও পুরস্কার সময়মতো নিজের ঠিকানায় চলে যাবে ইনশাআল্লাহ।
মুহাম্মদ রাফিউল জান্নাত
টংভাঙ্গা, হাতীবান্ধা, লালমনিরহাট

নয়া চাবুক ও কারেন্ট ইস্যু নামে দুটি পত্রিকা আবার প্রকাশ করা হলে খুব ভালো হতো।
– এ মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত।
আবদুল্লাহ মোহাম্মদ তাহিব
চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম

সাক্ষাৎকার বিভাগটি আবার চালু করলে ভালো হতো।
– সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
মো: ইয়াছিন আরাফাত,
খালিশা চাপানী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ডিমলা, নীলফামারী।

বলতে পারোর উত্তরগুলো সঠিক হলেও আমাদের কেন নাম আসে না?
– আসে তো! ঐ পৃষ্ঠাটি ভালো করে দেখো। তবে দু-একটি ভুলে বাদ পড়তে পারে। এ ব্যাপারে আরও সতর্ক হওয়া যাবে ইনশাআল্লাহ।
জাকিয়া বেগম
গজারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা
চরফ্যাশন ভোলা

SHARE

Leave a Reply