একুশ এলে অশ্রু ঝরে
শোকে কাতর হই,
ভাই হারানো শোকের স্মৃতি
কেমন করে সই?
ভাষার জন্য রক্ত দিলো
জীবন করলো দান,
তাঁদের স্মৃতি ইতিহাসে
থাকবে বহমান।
মায়ের ভাষা প্রাণের ভাষা
রক্ত দিয়ে কেনা,
মিষ্টি মধুর বাংলা ভাষা
অতি চিরচেনা।
বীর ছেলেদের সালাম জানাই
জানাই আরো প্রীতি,
সারাজীবন করবো স্মরণ
আমরা তাঁদের স্মৃতি।