Home কিশোরকণ্ঠ পাঠক ফোরাম পাঠক ফোরাম সংবাদ

পাঠক ফোরাম সংবাদ

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নোয়াখালী জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক নতুন কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক মুশাররফ আনসারী। কিশোরকণ্ঠ পাঠক ফোরামের নোয়াখালী শহরের পরিচালক হারুন-আর-রশিদ রুবেল। নোয়াখালী জেলা উত্তর শাখার সহ-পরিচালক সাফায়াত হোসাইন। আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উত্তর ফোরামের সদস্য আরিফুর রহমান ও মশিউর রহমান ফাহাদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা উত্তরের পরিচালক হুমায়ূন কবির সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন কিশোররা বখে যাচ্ছে। মাদক, ইভটিজিং, ডিভাইস আসক্তি আমাদের তরুণদের ধ্বংস করে দিচ্ছে। হারিয়ে যাচ্ছে নৈতিকতার চর্চা। ঘটছে মূল্যবোধের অবক্ষয়। কোমলমতি তরুণদের বিপথগামী হওয়ার আগেই কিশোরকণ্ঠের ছোঁয়া দিতে পারলে সমাজে সুস্থতা ফিরে আসবে। কিশোরকণ্ঠ তরুণদের জন্য কাজ অব্যাহত রেখেছে। মাসিক নতুন কিশোরকণ্ঠের প্রতিটি উপাদান সততার সাথে জীবন গড়তে উৎসাহিত করে। পিতা-মাতার সাথে সদাচরণের শিক্ষা দেয়। বিনয়ী হয়ে ওঠার মন্ত্রণা জোগায়। কিশোর অপরাধ নামক অভিশাপ থেকে জাতিকে রক্ষা করতে কিশোরকণ্ঠের ভূমিকা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বিজয়ীদের উদ্দেশে তারা বলেন, আজকের পুরস্কার বিজয়ীদের এখানেই থেমে গেলে চলবে না। দেশ ও জাতির কল্যাণের জন্য নিজেদের তৈরি হতে হবে। আমাদের দেশে মেধাবীর অভাব নেই, কিন্তু সৎ মানুষের বড্ড অভাব। হতে হবে সৎ ও দেশপ্রেমিক।

SHARE

Leave a Reply