Home তোমাদের কবিতা শীতের সকাল -জাহাঙ্গীর আলম

শীতের সকাল -জাহাঙ্গীর আলম

শীতের বুড়ি
রূপের ঝুড়ি
সাজে নতুন করে,
হরেক স্বাদের পিঠাপুলি
খেতে সবার ঘরে।

শীতের সকাল
দুঃখীর অকাল
ভাবছে বসে খোকা,
ভাবনাগুলো এলোমেলো
নয়তো ছেলে বোকা।

শীতের আভায়
অনেক ভাবায়
দুঃখীর পাশে থাকতে,
হিংসা বিভেদ ভুলে গিয়ে
সুখের সমাজ আঁকতে।

SHARE

Leave a Reply