Home ছড়া-কবিতা শীত এসেছে -মুহাম্মদ ইসমাঈল

শীত এসেছে -মুহাম্মদ ইসমাঈল

শীত এসেছে শীত এসেছে
পড়ে গেছে ধুম
শীতের দিনে মজা করে
খুকু যায় ঘুম।

শীতের দিনে মজা করে
খায় নানা পিঠা
সকাল বেলা শহীদ চাচার
রস যে অনেক মিঠা!

শীত এসেছে শীত এসেছে
শীতের জামা চাই
শীতের দিনে নানান জায়গায়
ঘুরে ঘুরে বেড়াই।

SHARE

Leave a Reply