Home ছড়া-কবিতা শীতের দিনে -নূরুন্নাহার নীরু

শীতের দিনে -নূরুন্নাহার নীরু

শীত এসেছে শীত এসেছে
হৈ হুল্লোড় করে,
আসছে যেন ঝকঝকিয়ে
রেল গাড়িতে চড়ে।

শীত এসেছে সারা বাড়ি
শিশির ছড়িয়ে
খেজুর গাছের রস যে তাই
পড়ছে গড়িয়ে।

শীত এসেছে আমাদের এই
ছোট্ট চালা ঘরে,
কালাইক্ষেতে ঘাসের বুকে
মুকতো ধারা ঝরে।

শীত এসেছে বুড়োর গায়ে
কাঁপন থরো থরো,
দিনটা ছোটো হয়ে গেছে
রাতটা বেজায় বড়ো।

লেপের নিচে শুয়ে যারা
আরাম আয়েশ করো,
স্টেশনে আছে যারা
তাদের হাত ধরো।

তবেই হবে মানবতা
ভালোবাসার জয়,
শীতের দিনে দূর করো
দুঃখ জ্বালা ভয়।

SHARE

Leave a Reply