Home ছড়া-কবিতা বিদায়ী সুর -ছন্দা দাশ

বিদায়ী সুর -ছন্দা দাশ

আজ বিদায় বাণীর
সুর যেন কার
গাইছে আকাশ জুড়ে,
তাই কি হৃদয়
কাঁদছে আমার
ব্যথায় ভরা সুরে?

বনের গাছের নীরব ভাষা
জানায় যেন সেই দীনতা
ঝরা পাতায় মাখানো তার
সুরেরই ক্ষীণতাএ

আসবে বলে নতুন পথিক
ডাক এলো যে তার,
ডালে ডালে ভরবে নতুন
ফুলেরই সম্ভার।

ডাকবে পাখি ডালে ডালে
ভরবে আকাশ নুতন গানে
নতুন সুরে জাগবে আবার
খুলবে নুতন দ্বার,
নুতন বছর এলো বুঝি
ডাক শুনি যে তার।

SHARE

Leave a Reply