Home ছড়া-কবিতা কবিতা একটি নতুন ভোরের জন্য -মোল্লা আল আমিন

একটি নতুন ভোরের জন্য -মোল্লা আল আমিন

সূর্য ডুবে সন্ধ্যা নামে
আসে গভীর রাত
ঢুকলো ঘরে কালো লোমশ
ভয়ঙ্কর এক হাত।

হাতের মুঠোয় হিংস্র আগুন
জ্বলছে দেখি ঘর
ঘরের ভেতর বন্দী যতো
কাঁপছে কী থর থর!

মরছে মানুষ অকাতরে
পাথর মায়ের চোখ
জ্বলন্ত এ ঘরটা জুড়ে
ছড়ায় কেবল শোক।

ঠিক তখনি ঘর বাঁচাতে
বাবা দিলেন হাঁক
হাঁকের তোপে উঠলো কেঁপে
মুখোশ পরা পাক।

গ্লানি নিয়ে ফিরলো ওরা
মুখে কালো ছাপ
বিশ্ব চোখে এটাই ওদের
শত ভুলের পাপ।

একটি নতুন ভোরের জন্য
কাটলো দুঃখের রাত
ঘরটি পেলাম এবং সাথে
নতুন ধারাপাত।

SHARE

Leave a Reply