নদী সাগর গিরি পর্বত নীল আকাশের তারা,
তৃণলতা গাছগাছালি দেয় যে মনে সাড়া।
পূর্ণিমার চাঁদ তারা সবার নয়ন কাড়ে,
শিল্পী কবি দেখে এসব মুগ্ধ বারে বারে।
ফুলের হাসি বাঁশের বাঁশি পাখির মিষ্টি সুর,
শুনে শুনে যাই হারিয়ে ওই যে অচিনপুর।
জাফলং আর মাধবকু- এবং তেঁতুলিয়া,
চোখের তৃষ্ণা মিটিয়ে নেই দেখি কাছে গিয়া।
মনের ক্ষুধা নিবারণে প্রজাপতির হাসি,
সব মিলিয়ে বাংলাদেশকে গভীর ভালোবাসি।