Home ছড়া-কবিতা ছন্দে ঝরে -সাজজাদ হোসাইন খান

ছন্দে ঝরে -সাজজাদ হোসাইন খান

বৈঁচি ফুলের বোঁটায় বোঁটায়
কী জানি কি গন্ধ লোটায়
ছন্দে ঝরে উম
হাওয়ার পাখা শিশির মাখা
পাতায় পাতায় গল্প রাখা
নিশিতে নিঝঝুম।

গোলাপকুঁড়ির চোখের ভাঁজে
রাতের কুসুম সন্ধ্যা-সাঁঝে
আবিরে চপচপ
সরষে-ক্ষেতে সোনার চাদর
টিয়ার পাখায় সবুজ আদর
বাদলে ঝপঝপ।

স্বপ্ন দোলে বিশাল গাঙে
ঋতুর ফাঁদে হঠাৎ রাঙে
ভাঙে মেঘের পাট
নীলের ঘাটে চন্দ্র নামে
জোসনা ভাসে পুষ্প খামে
ঝিমায় তারার মাঠ।

ঘাসের পাতায় ভাষার ঘুড়ি
ছড়ায় সুবাস বিশ্ব জুড়ি
দৃশ্য সবুজ লাল
ঊষার ঠোঁটে আলতা পাখি
চালতা বনে ডাকি ডাকি
নামছে রে সকাল।

এমনতরো মাখন ছবি
দিবস যামী আঁকছে কবি
থাকছে ভাবের রেশ
সেই ভাবনায় প্রজাপতি
ডুবসাঁতারে অবাক গতি
তাকাও অনিমেষ।

SHARE

Leave a Reply