Home নিয়মিত আমাদের কথা তুমি জাগলেই জেগে উঠবে বাংলাদেশ

তুমি জাগলেই জেগে উঠবে বাংলাদেশ

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
পড়ন্ত বিকেলে নিকেল করা রোদে বসে তোমাদের সাথে করছি মধুর আলাপ।
ডিসেম্বর মাস মানেই বিজয়ের মাস। আমাদের আনন্দের মাস।
আমাদের এই সুন্দর সবুজ শ্যামল দেশটিকে ভালোবাসি বলেই বিজয়ের দিনে আমাদের এতো আনন্দ!
দেশের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। বিষয়টি সকল সময় মনে রাখা জরুরি। কারণ আমরাইতো আগামী দিনে এ দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ!
এসো, আমরা সকলে মিলে দেশটিকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে নিজেকে যোগ্য করে গড়ে তুলি।
আমরা যদি প্রকৃত অর্থে যোগ্যতা অর্জন করতে পারি তাহলে দেশের জন্য অনেক অবদান রাখা আমাদের পক্ষে সম্ভব হবে, ইনশাআল্লাহ।
অতএব এসো বন্ধুরা, আমরা জ্ঞান-গরিমা, শিক্ষা, আন্তরিকতা, সততায় নিজেকে খুব ভালোভাবে গড়ে তুলি।
তাহলে নিজের জীবন যেমন সুন্দর হবে, তেমনি সুন্দর করে গড়ে তুলতে পারবো আমাদের পরিবেশ-প্রতিবেশ এবং আমাদের এই প্রাণের দেশ, ভালোবাসার দেশ- বাংলাদেশ।
তুমি-আমি জাগলেই জেগে উঠবে বাংলাদেশ!
আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফিজ।

SHARE

Leave a Reply