Home ছড়া-কবিতা আজান -কাজী মারুফ

আজান -কাজী মারুফ

আজান শুনে মসজিদে যাও
থেকো না আর বাজারে
ওয়াক্ত মতো নামাজ পড়ো
হয় না যেন কাজারে।

সকল কাজের ক্ষান্ত করো
শুনলে আজান কানেতে
এক পা করে কদম বাড়াও
আগাও সম্মুখ পানেতে।

মুয়াজ্জিনে ডাকছে তোমায়
এসো সবাই সালাতে
পড়লে সালাত মুক্তি পাবে
সকল বিপদ-বালাতে।

ঘুমের চেয়ে নামাজ ভালো
আওয়াজ আসে সজোরে
সু-মধুর এই আজান শুনেও
কেমনে ঘুমাও ফজরে?

সারা বিশ্বে চলছে আজান
সকাল বিকাল নিশিতে
উৎসাহ নেই কেন তোমার
এক কাতারে মিশিতে?

SHARE

Leave a Reply