Home ছড়া-কবিতা ফুলের দলে -আবু ইউসুফ সুমন

ফুলের দলে -আবু ইউসুফ সুমন

আমরা আছি ফুলের দলে
জুঁই চামেলির সৌরভে
জ্বলতে পারি রবির মতো
সম্মান এবং গৌরবে।

আমরা পারি ভোরের আলো
হাতের মুঠোয় ধরতে ঠিক
অসঙ্গতির সমাজটাকে
নতুনভাবে করতে ঠিক।

আমরা থাকি মৌয়ের মতো
মানবতার বন্ধনে
ভরিয়ে দিতে বিশ্ব ভুবন
প্রতিভারই নন্দনে।

আমরা চলি হাওয়ার বেগে
নদীর ঢেউয়ের ছন্দতে
খুঁজলে পাবে ঠিক আমাদের
কাঁঠাল লেবুর গন্ধতে।

SHARE

Leave a Reply