Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। তাহলেই বেশি খুশি হবো।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া।

নভেম্বর, ২০২১ মাসের ছড়া
“শুকনো পাতা ঝরে ফের
সবুজ পাতা হাসে
জীবনের ধারাক্রম
এভাবেই আসে।”

আগস্ট, ২০২১ মাসের ছড়া
“সামনে চলার সাহস রেখো
হোক না সে পথ দূরে,
হোক না সে পথ কঠিন কিংবা
বন্ধুর পাহাড়পুরে”।

সাহস যদি না থাকে ভাই
সামনে পথ চলার,
ন্যায়ের পক্ষে অন্যায় রোধে
থাকবে না তো বলার।

আজকে যারা স্মরণীয়
এ পৃথিবীর বুকে,
তারা একদিন দিয়েছে সব
সাহস বলে রুখে।

চলার পথে হোঁচট খেলে
দাঁড়াও আবার ঘুরে,
ভাবনা শুধু এটাই রেখো
যেতে হবে দূরে।

ফারিহা ফেরদাউস
সদর, নোয়াখালী
আরও যাদের লেখা ভালো হয়েছে-

অনন্যা ইস্রাজ, দেওয়ানগঞ্জ, জামালপুর; মো: ইব্রাহীম শাফী, এয়ারপোর্ট, বরিশাল; আল-আমিন হোসেন, উলিপুর, কুড়িগ্রাম; মতিউর রহমান, সদর, পাবনা; নওশিন নাওয়ার, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়; তোফাজ্জেল হোসেন, ডেমরা, ঢাকা; ফিরোজ বিন রেজাউল, ঝিকরগাছা, যশোর; আশরাফি জাহান নাঈম, মিরপুর, কুষ্টিয়া; মাঈন উদ্দীন মাহমুদ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; উছাবিন হোসেন, বাঘা, রাজশাহী; ঈসরাত জাহান, চকবাজার, চট্টগ্রাম; মেহেদী হাসান ইমন, সোনাগাজী, ফেনী; মাহমুদুল হাসান, সুবর্ণচর, নোয়াখালী; হাবিবুর রহমান, দেওয়ানগঞ্জ, জামালপুর; মিরাজুর রহমান তাহমিদ, মাইজদী, নোয়াখালী; সারোয়ার হোসেন, সদর, জামালপুর; মোহাম্মদ হাসান, সোনাগাজী, ফেনী; আবদুর রহমান, পরশুরাম, ফেনী; আব্দুল গফুর, পাহাড়তলী, চট্টগ্রাম; জোবাইদুল ইসলাম, মিরসরাই, চট্টগ্রাম; নুসরাত আজাদ সুরাইয়া, কক্সবাজার সদর; জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর, জামালপুর; শাকিব হুসাইন, খানসামা, দিনাজপুর; অনিক রহমান বাঁধন, মধুখালী, ফরিদপুর; জাকারিয়া আল হোসাইন, ডিমলা, নীলফামারী; মনির হুসাইন, কুমারখালী, কুষ্টিয়া।

SHARE

Leave a Reply