Home ছড়া-কবিতা মেঘনা নদী -শাহরিয়ার শাহাদাত মেঘনা নদী -শাহরিয়ার শাহাদাত November, 2021 এই যে নদী স্বচ্ছ নিরেট জলরাশির মেঘনা শেখায় আমায় স্বাধীন হতে শান্ত গতি; বেগ না। ছলাৎ ছলাৎ যায় বয়ে সে ওড়ায় মাঝি পাল মেঘনা শেখায় যাও ছুটে যাও ডাকছে মহাকাল। জোয়ার ভাটা; টেউ-নদী-জল বিশাল আকাশ নীল মেঘনা নদীর সাথে যেন এই হৃদয়ের মিল।