দুটি পাতা একটি কুঁড়ি
পাহাড় ঢালের গায়
উচ্ছলতার আবেশ মেখে
স্বাগত জানায়।
দেখায় খুলে মুগ্ধ নিপাট
থর বিছানো সাজ
এমন যেন শিল্পীকোণের
তুলির কারুকাজ।
উঁচু-নিচু টিলার ভাঁজে
রূপের আস্তরণ
সজীবতার স্নিগ্ধতাতে
গেঁথে রাখে মন।
মন হয়ে যায় ঝিরির মতো
স্বচ্ছ সচল স্রোত
চা পাহাড়ের রাখাল হেসে
জাগায় কিশোর বোধ।
গা ছমছম হাঁটা পথে
প্রাণ প্রকৃতির সুর
সুবহানআল্লাহর গজল গেয়ে
দেয় খুলে রোদ্দুর।