Home নিয়মিত আমাদের কথা পরীক্ষার প্রস্তুতি নাও ভালোভাবে

পরীক্ষার প্রস্তুতি নাও ভালোভাবে

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
তোমরা কেমন আছো?
নিশ্চয়ই ভালো আছো! আমাদের প্রত্যাশাও তাই। তোমরা সকল সময় ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে।
দেখতে দেখতেই একটি বছর প্রায় পার করে এলাম। সামনে আছে মাত্র একটি মাস।
তোমরা বুঝতেই পারছো যে, তাহলে সময় কত দ্রুতগতিতে স্রোতের মতো বয়ে চলেছে!
হ্যাঁ বন্ধুরা, এইতো এখন দরজায় টোকা দিচ্ছে বার্ষিকসহ বোর্ড পরীক্ষা। সুতরাং ধারণা করতে পারছো যে তোমাদের বর্তমান সময়গুলো কত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান!
এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময়কে কোনোক্রমেই নষ্ট হতে দেওয়া যাবে না।
এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে কীভাবে তোমরা পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে।
আমার পরামর্শ হলো- প্রথমত, প্রত্যেক দিনের জন্য একটি সুন্দর রুটিন তৈরি করে নেওয়া এবং সেই রুটিন মোতাবেক লেখাপড়াসহ অন্যান্য কাজকর্ম পরিচালনা করা। দ্বিতীয় পরামর্শ হলো, তোমরা সিদ্ধান্ত নাও যে আজ থেকে এবং এই মুহূর্ত থেকে কেউ আর অহেতুক মোবাইল বা কম্পিউটার ব্যবহার করবে না ততদিন পর্যন্ত, যতদিন না পরীক্ষা শেষ হয়ে যায়।
আমার মনে হয় যদি এই দু’টি সিদ্ধান্তের ওপর তোমরা দৃঢ় থাকতে পারো তাহলে তোমাদের সফলতাও আসবে ইনশাআল্লাহ।
আমরা তোমাদের সার্বিক সফলতার জন্য একান্তভাবে দোয়া করছি।
করোনা এখনও পর্যন্ত যেহেতু আঘাত হানছে, সে কারণে আমাদের মাঝে বাড়তি সতর্কতা গ্রহণ করতে হবে।
আল্লাহ আমাদের সহায় হোন।
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।

SHARE

Leave a Reply