Home নিয়মিত হাসিখুশি -গোলাম আযম হাসিখুশি -গোলাম আযম October, 2021 ছেলেমেয়ের হাসিখুশি দেয় ভরিয়ে বুক, জান্নাতি ওই পরিবেশে পাই খুঁজে যে সুখ। ফুল বাগিচায় হেলেদুলে ভ্রমর হয়ে খেলে, শিশুমন উড়তে যে চায় পাখনা দুটো মেলে! স্বপ্নরা সব ভিড় করে যে ঝিঁঝি পোকার মতো, গাছে গাছে লুটোপুটি খায় ভ্রমর আছে যতো।