Home নিয়মিত হেমন্তের আগমন -বিপ্লব হোসেন হেমন্তের আগমন -বিপ্লব হোসেন October, 2021 সোনার ধানে মাঠ সেজেছে বইছে বাতাস সুখের, প্রহর শেষে আসলো আলো ঘুচবে বেদন দুখের। শরৎ শেষে নতুন ঋতু আনলো খুশির দিন, চাষার মুখে ফুটবে হাসি সন্দেহ নেই ক্ষীণ। নতুন ধানের নতুন পিঠা আনবে মুখের হাসি, আমার দেশের সোনার মাটি তোমায় ভালোবাসি।