ইচ্ছে করে পাখি হয়ে
উড়তে সারা বেলা,
ইচ্ছে করে মেঘের সাথে
করতে মজার খেলা।
ইচ্ছে করে তারা হয়ে
দূর আকাশে হাসি,
ইচ্ছে করে শাপলা হয়ে
বিলের জলে ভাসি।
ইচ্ছে করে জোছনা হয়ে
ছড়াই মিষ্টি আলো,
ইচ্ছে করে সূর্য হয়ে
তাড়াই রাতের কালো।
ইচ্ছে করে সারাটা দিন
এমন করেই বাঁচি
ইচ্ছে করে তাদের মতন
সারাটা ক্ষণ হাসি।