Home ছড়া-কবিতা কবিতা মামার বাড়ি -ওবায়দুল হক উজ্জল

মামার বাড়ি -ওবায়দুল হক উজ্জল

মামার বাড়ি মধুর হাঁড়ি
অনেক বেশি মজা
মামী দেয় দুধ ভাত
মামা দেয় গজা।

মামার বাড়ি অনেক ভালো
সবাই করে কদর
মামা দেয় নতুন জামা
মামী দেয় আদর।

মধু মাসে মামার বাড়ি
আম-কাঁঠালের বাহার
হরেক রকম খাবার নিয়ে
করতে বসি আহার।

শীত সকালে মামার বাড়ি
পিঠা পুলির ধুম
হরেক রকম পিঠার ঘ্রাণে
আর থাকে না ঘুম।

মামার বাড়ি অনেক মজা
পড়া লেখার ছুটি
হরেক রকম খেলা খেলি
সকল ছেলে জুটি।

SHARE

Leave a Reply