দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
প্রথম বন্ধু : দোস্ত আমি যা বলবো তুইও তাই বলবি।
দ্বিতীয় বন্ধু : আচ্ছা ঠিক আছে।
প্রথম বন্ধু : এখন শুরু করি।
দ্বিতীয় বন্ধু : এখন শুরু করি।
প্রথম বন্ধু : আরে, আমি তো এখনো শুরুই করিনি।
দ্বিতীয় বন্ধু : আরে, আমি তো এখনো শুরুই করিনি।
প্রথম বন্ধু : আবার।
দ্বিতীয় বন্ধু : আবার।
প্রথম বন্ধু : আচ্ছা আর বাদ দাও।
দ্বিতীয় বন্ধু : আচ্ছা আর বাদ দাও।
আব্দুর রহমান (রাফি), শিবনগর, কানাইঘাট, সিলেট
একটি চোর দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, পুলিশ তাকে বললো-
পুলিশ : তুই একটি দোকানে তিন তিন বার চুরি করলি ক্যান?
চোর : স্যার, প্রথমবার একটা শাড়ি চুরি করেছিলাম। পরের দুইবার আমার বউয়ের শাড়ি পছন্দ হয়নি বলে শাড়ি চেঞ্জ করতে গেছিলাম।
রাদিয়াত ইসলাম, ভাউলাগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়
এক গ্রাম্য কৃষক গেল গরুর ডাক্তারের কাছে। গরুর জন্য ভিটামিন সিরাপ কিনতে। ডাক্তার তাকে তিনটি সিরাপ দিয়ে প্রতিদিন চার চামচ করে খাওয়াতে বললেন। কৃষক ঔষধ নিয়ে চলে গেলেন।
কিন্তু কিছুক্ষণ পর আবার এলেন।
ডাক্তার : কী ব্যাপার, আবার এলেন যে?
কৃষক : না মানে বলছিলাম যে, আমার গরু তো চামচে নয় গামলায় করে খেতে শিখেছে। তো দিনে কয় গামলা খাওয়াবো?
আব্দুল্লাহ মোহাম্মদ তাহিব, লোহাগাড়া, চট্টগ্রাম
বল্টু ও তার বন্ধু পল্টুর মাঝে কথোপকথন-
পল্টু : শুনলাম, তোর ভাইয়ের নাকি অ্যাকসিডেন্ট হয়েছে?
বল্টু : হুম, একখানা হাত ভেঙে গেছে।
পল্টু : (সান্ত¡নার সুরে) ভাগ্যিস অ্যাকসিডেন্ট হয়েছে, যদি দুইসিডেন্ট হতো তাহলে হাত দুইটাই যেত।
রেজাউল করিম আরবি, খাঁপাড়া, টঙ্গী, গাজীপুর
সামছু তার নিজের ঘরের দরজা খুলে মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে। এ দেখে এক লোক জিজ্ঞেস করল-
লোক : ভাই দরজা বিক্রি করবে নাকি?
সামছু : না ভাই দরজার চাবি পাল্টাবো। চাবি হারাইয়া গেছে।
লোক : কিন্তু ঘরে যদি চোর ঢুকে?
সামছু : কীভাবে ঢুকবে? দরজা তো আমার কাছে!
মিনহাজুর রহমান আদিব, কুমিল্লা জিলা স্কুল