Home ছড়া-কবিতা পরীর দেশে -শেখ ফরিদ

পরীর দেশে -শেখ ফরিদ

আকাশ থেকে নেমে এলো
টুকটুকে এক পরী
পরনে তার শাড়ি ছিলো
হাতে ছিলো চুড়ি।

খুকি তখন ঘুমে ছিলো
দেখলো যে তার টিয়ে
অমনি টিয়ে খবর দিলো
খুকির কাছে গিয়ে।

ঘুম থেকে উঠেই খুকি
ছুটলো পরীর কাছে
পরী তখন বসা ছিলো
খুকির গোলাপ গাছে।

টুকটুকে সেই পরী দেখে
দিলো খুকি হেসে
খুকি তখন বায়না ধরে
গেলো পরীর দেশে।

SHARE

Leave a Reply