Home ছড়া-কবিতা কবিতা স্বাপ্নিক কবি এলো -কামরুল ইসলাম হুমায়ুন

স্বাপ্নিক কবি এলো -কামরুল ইসলাম হুমায়ুন

স্বপ্নে আমার দেয় দোলা দেয় স্বাপ্নিক কবি ফররুখ
হৃদয়বাগে সদাই জাগে তার সে সবুজ প্রিয়মুখ।
চোখের তারায় প্রোজ্জ্বল ছিল লক্ষ চাঁদের দীপ্তি
বিপ্লব শানিত লেখনীতে যার ভেঙেছে জাতির সুপ্তি।

সঘন রাতের দীর্ঘ সফরে সিতারার স্নিগ্ধ আলো
আঁধার চিরে সম্মুখে যাবার সুদীপ্ত পথ দেখালো।
সমুদ্র থেকে সমুদ্রে চলেছে বার দরিয়ার যাত্রী
কেশর ফোলানো পালের টানে ক্ষীণ হয়ে আসে রাত্রি।

জাগে সুষুপ্ত জনপদ ফের জাগছে ঘুমের পাড়া
নতুন জামাতে শামিল হতে পড়ে গেল ধুম-সাড়া।
সাত সাগরের মাঝি এলো ওই বন্দরে উঠেছে রব
জুলমাত টুটে আলোর বন্যায় ঘরে ঘরে উৎসব।

SHARE

Leave a Reply