Home ছড়া-কবিতা খুকু আঁকে -আসমা আক্তার শিমু খুকু আঁকে -আসমা আক্তার শিমু September, 2021 খুকু আঁকে পাখি প্রজাপতির ডানা, ছোট্ট রঙিন ফুল দোয়েলের ছানা। খুকু আঁকে নদী আঁকাবাঁকা পাড়, পর্বতগিরি আর সোনার পাহাড়। সবশেষে আঁকে সবুজ এ দেশ, সবটা জুড়ে থাকে মায়ার আবেশ।