Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। তাহলেই বেশি খুশি হবো।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া।

সেপ্টেম্বর ২০২১ মাসের ছড়া

“বছর যায় বছর আসে
স্রোত ধারার মতো
সকল স্বপ্ন হয় না পূরণ
বাকি থাকে কতো!”

জুলাই ২০২১ মাসের ছড়া

“বৃষ্টি পড়ে
পাতা ঝরে
টুপ টুপা টুপ টুপ,
কেউবা বলে কথা বলো
কেউবা বলে চুপ!”

বৃষ্টির দিনে
থাকি নিদে
দারুণ মজা খুব,
আবার থাকি জেগে জেগে
মন থাকে না চুপ।

বর্ষা এলে
নামে জেলে
মাছ ধরে মাছ,
দারুণ মজা দেখতে লাগে
সারি সারি গাছ।

জাবির আহম্মেদ জিহাদ
পশ্চিম চিনাডুলী, ইসলামপুর, জামালপুর

আরও যাদের লেখা
ভালো হয়েছে
তামিম রাফাত, সিঙ্গা, পাবনা সদর, পাবনা; মাঈন উদ্দীন হাসান রিয়াদ, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম; আবদুল্লাহ মোহাম্মদ তাহিব, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম; আরিফ ফুয়াদ মোত্তাকি, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বিরামপুর; শিফান আল আবরর, কালিগঞ্জ, সাতক্ষীরা; শাহাদাতুল ইসলাম, চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম; আলিমুল ইসলাম, সদর, দিনাজপুর; আমিনুল ইসলাম কাইয়ুম, কামাল প্রতাপ, জমিদার বাড়ি, নড়াইল; মাসুম বিল্লাহ, শান্তিবাগ, ভায়না, মাগুরা।

SHARE

Leave a Reply