আকাশ জুড়ে মেঘ করেছে
মেঘের বাড়ি কই,
মেঘ বৃষ্টি দুই বোন
করে হই চই।
মেঘ বৃষ্টি দুই বোন
একই বাড়ি থাকে,
বর্ষা এলে মেঘ-বৃষ্টি
আকাশ মাঝে ডাকে।
মেঘ বৃষ্টি দুই বোন
আকাশ নীলে বাস,
জেগে কাটায় দুই মাস
ঘুমায় দশ মাস।
মেঘ বৃষ্টি দুই বোন
নূপুর পরে পায়,
বর্ষা এলে নূপুর পরে
নাচে আর গায়।