Home ছড়া-কবিতা পল্লী আমার -আব্দুল্লাহ আল নোমান

পল্লী আমার -আব্দুল্লাহ আল নোমান

পল্লী আমার বাবার মুখের
স্নেহ মাখা আদর,
পল্লী আমার শীতের সকাল
কুহেলিকার চাদর।

পল্লী আমার রাখাল ভাইয়ের
মুক্ত সুরের বাঁশি,
পল্লী আমার মায়ের কোলের
ছোট্ট শিশুর হাসি।

পল্লী আমার খেলার সাথী
সকাল সন্ধ্যা বেলা,
পল্লী আমার রাতের বাতি
জোনাক পোকার মেলা।

পল্লী আমার গানের পাখি
মুগ্ধ করা তান,
পল্লী আমার মহান প্রভুর
অপার একটি দান।

SHARE

Leave a Reply